Monday, January 4, 2016

Hasim Amla


  1. ক্যালেন্ডারের পাতা উল্টে এল ২০১৬, আর তাতেইদেখা মিলল পুরোনো হাশিম আমলার। বছরের প্রথম ইনিংসেই দেড় শ রানের এক ইনিংস খেলেছে। তাঁর প্রত্যাবর্তনের ইনিংসেই দল পেয়েছে স্বস্তি।স্বস্তি মিললেও কেপটাউন টেস্টে তৃতীয় দিন শেষে এখনো ২৭৬ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।আমলার জন্য গত বছরটি ছিল ভয়াবহ। তাঁর অধিনায়কত্বেই টেস্টে সবচেয়ে বাজে বছরগুলোর একটি পার করেছে দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ারজুড়েই যিনি ছিলেন ধারাবাহিকতার সমার্থক, সেই আমলা ব্যাট হাতেও নিজেকে হারিয়ে ফেলেছিলেন। নিজের এমন ফর্ম হারানোর জন্য সংখ্যাতত্ত্বকেও দায়ী করতে পারেন। ২০১৫ সংখ্যাতেই যে লুকিয়ে আছে আমলার হতাশার কারণ। ২, ০, ১, ৫ সংখ্যাগুলো একটু সাজিয়ে নিন মনে মনে। গত বছর টেস্টে আমলার রান পেয়েছেন ২৫১। সেঞ্চুরি সংখ্যা ০! না, বছরটি যে আমলার খারাপ গিয়েছে তাতে আর অবাক হওয়ার কী আছে।ক্যারিয়ারজুড়ে পঞ্চাশ গড়ে রান তোলা আমলার গত বছরের গড় ছিল মাত্র ২২.৮১। ফিফটি কেবল একটি। পাঁচটি ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি। নতুন বছরের শুরুতে তাই চাপে ছিলেন আমলা। ইংল্যান্ড দল প্রথম ইনিংসে ৬২৯ রানের এক পাহাড় গড়ার পর তো সেটি আরও প্রকট হয়ে দাঁড়িয়েছিল। গতকাল ৭ রানেই দলের প্রথম উইকেটে পড়ার পর নেমেছিলেন ব্যাট করতে। দিন শেষ হওয়ার আগেই তুলে নিয়েছিলেন নতুন বছরের প্রথম ফিফটি। আজ সে ইনিংসকেই টেনে নিলেন ১৫৭পর্যন্ত। ধৈর্যের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো এইইনিংসে ৩৭১টি বল খেলেছেন। আমলাকে ভালো সঙ্গ দিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক ডি ভিলিয়ার্স। ২১১ বলে ৮৮ রান করা এবি স্টিভেন ফিনের বলে আউট হয়ে যাওয়ায় ১৮৩ রানের জুটিটা ভেঙে যায়। এবি ফিরে গেলেও আমলা ঠিকই ফাফ ডু প্লেসিকে নিয়ে টিকে রয়েছেন। দুজনে মিলে তৃতীয় দিনটি পার করে দিয়ে এসেছেন ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে। ডু প্লেসি অপরাজিত আছেন ৫১ রানে।সারা দিনে মাত্র এক উইকেট হারানো প্রোটিয়াদের রান তোলার দিকে খুব একটি আগ্রহ দেখা যায়নি। পুরো দিনে মাত্র ২১২ রান তুলে দক্ষিণ আফ্রিকা দিন শেষ করেছে ৩৫৩ রানে, ৩ উইকেটে। ফলো অন এড়াতে এখনো রান প্রয়োজন ৭৭।

BCS

৮ জাুনুয়ারি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এবারের পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির পরামর্শ দিয়েছেন ৩১তম বিসিএসে সম্মিলিত মেধাতালিকায়প্রথম স্থান অর্জনকারী ফারহানা জাহানদরজায় কড়া নাড়ছে ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এটি দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং এ পরীক্ষায় কয়েক লাখ পরীক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করতে হবে আপনাকে! স্বাভাবিকভাবেই একদিন একটু টেনশন কাজ করবেই। কিন্তু আপনি যদি চিন্তিত ও উদ্বিগ্ন থাকেন, তাহলে হেরে যাবেন।কেননা, পরীক্ষার প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শারীরিক সুস্থতা ও মানসিক প্রস্তুতি। তাই আমার প্রথম পরামর্শ হলো চিন্তামুক্ত থাকুন। এরপর আসা যাক অন্য কথায়।আমরা জানি, ৩৫তম বিসিএস থেকে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে নতুন বিষয় বিন্যাসে। নতুন নিয়ম অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষায় দুই ঘণ্টা সময়ে ১০টি বিষয়ের ওপর মোট ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে উত্তর দিতে হবে। আমি বলব, যতটা সম্ভব এ চাপটা এড়িয়ে চলুন। মনে রাখা দরকার, বিষয়ের কলেবর যেমন বেড়েছে, নম্বরও কিন্তু তেমনি বেড়েছে। তাই এ সুযোগটাকেই কাজে লাগাতে হবে।পুরোনো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রগুলো চর্চার পাশাপাশি মডেল টেস্টের যেসব বইপত্র বাজারে পাওয়া যায়, সেগুলোনিশ্চয়ই আপনি এর মধ্যে সমাধান করেছেন। সেসব মডেল টেস্ট আরও একবারচোখ বুলিয়ে নিন। এখন বেশি বেশি মডেল টেস্ট চর্চা করাই হবে বুদ্ধিমানের কাজ। আর সারাক্ষণ একটি কাজ করতে পারেন—পুরোনো পড়াগুলো রি-কল করার চেষ্টা করুন। মনে না পড়লে একটু চোখ বুলিয়ে নিন। এটাই হলো শেষ প্রস্তুতি। একটি জিনিস মনে রাখবেন, আপনি এত দিনে যা পড়েছেন, এটিই আপনার সেরা প্রস্তুতি এবং এই দিয়েই লড়াই করাসম্ভব। কেননা, প্রিলিমিনারি পরীক্ষায় শুধু পাস করতে হয়, এর থেকে বেশি কিছু নয়।আরও কিছু বিষয় হলো, অনুমানের ওপর উত্তর দিতে যাবেন না। কেননা, ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোয় ভালো করার ক্ষেত্রে প্রস্তুতির চেয়ে আত্মবিশ্বাস বেশি কাজে লাগে।পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। প্রিলিমিনারি পরীক্ষার দুই ঘণ্টা মাথা ঠিক রাখারজন্য দারুণ একটা ঘুম অনেক সাহায্য করে।পরীক্ষার দিন সকালে কিছু পড়ার প্রয়োজন নেই। আবারও বলছি, চিন্তামুক্ত থাকুন। রাস্তায় জ্যাম থাকতে পারে, তাই হাতে যথেষ্টসময় নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ুন।বিসিএস একটি স্বপ্নের নাম—এ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠিন পথপাড়ি দিতে হয়। অহেতুক দুশ্চিন্তা না করে মনোবল ঠিক রাখুন। আপনার জন্য শুভকামনা রইল।

Wednesday, December 24, 2014

জীবনের রাস্তা

____জীবনের রাস্তায়
একা একা হেঁটে যাওয়া খুব একটা কঠিন কাজ নয় ।
____কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে,
সেখান থেকে একা একা ফিরে আসা
খুব বেশি কঠিন ।

Saturday, November 15, 2014

চরম হাসির জোকস

Boy : Hello, Pammi darling...
কেমন আছো? Girl : কে বলছেন ?
Boy: তোমার আশিক,
জানেমান ! Girl: তুই আবুল না?
Boy : হুম; কিন্তু তুমি কিভাবে জানো ? Girl : তুই জামাল এর ছেলে না?
Boy : হুম, কিন্তু তুমি কিভাবে বুঝলে?? Girl :তুই কুদ্দুস এর নাতি না??
Boy : হা !!
কিন্তু জানু, তুমি এসব কিভাবে জান? Girl : Abuylla ,কুত্তা, পাজি আমি তর মা !!
তুই 'pammi' রে না, 'Mammi' রে ফোন দিসস!!!

Wednesday, November 12, 2014

পিচ্চির লাভ লেটার

"প্রিয় পিঙ্কি ,

এই চিঠি দেয়ার কারন হচ্ছে তুই আমার খুব পছন্দের!!

তুই ও দেখি সব সময় ক্লাসে আমার দিকে তাকিয়ে থাকিস!! এই জন্য আমার মনে হয় তুইও আমাকে পছন্দ করিস!! অঙ্ক পরিক্ষায় আমাকে একটু হেল্প করিস প্লীজ!! আর তুই লাল ফিতা আর পড়িস না!! তোর পিছনের ওই মেয়েটা এটাতে কালি লাগিয়ে দেয় এই জন্য আমার খুব রাগ লাগে!! ও আমার পাশের বাসায় থাকে!! তাই মাঝে মাঝে এই কালির বদলা নিতে ওদের... বাড়ির বেল বাজিয়ে আমি দৌড় দেই!! আর শোন তুই ফেয়ার অ্যান্ড লাভলি মাখিস!! তাহলে তোকে আরও সুন্দর লাগবে!! তোর পাশের মেয়েটা, ঐ যে চিঙ্কি নাম, সে তো তোর চে ফরসা!! কিন্তু আমি তো তোকেই পছন্দ করি, কারন ও আমার কলম চুরি করছে!! চিঠি পড়লে রাগ হইলে আমাকে ফেরত দিয়ে দিস, স্যারকে দিস না প্লীজ !!

তোর প্রিয় ...