____জীবনের রাস্তায়
একা একা হেঁটে যাওয়া খুব একটা কঠিন কাজ নয় ।
____কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে,
সেখান থেকে একা একা ফিরে আসা
খুব বেশি কঠিন ।
একা একা হেঁটে যাওয়া খুব একটা কঠিন কাজ নয় ।
____কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে,
সেখান থেকে একা একা ফিরে আসা
খুব বেশি কঠিন ।
No comments:
Post a Comment