Wednesday, November 5, 2014

আপনার মেমোরি কার্ড / পেনড্রাইভের ক্ষমতা বাড়ান ৩ গুণ ( 100% True )

আশা করি সকলে ভালো আছেন, যা দেখেছেন ঠিক ই দেখেছেন ।

আজ আমি আপনাদের কাছে এমন একটি টিপস শেয়ার করব যার মাধ্যমে

আপনি আপনার ৪ জিবি মেমোরি কার্ড/পেনড্রাইভ এ ৪x৩=১২ জিবি,

৮ জিবি মেমোরি কার্ড/ পেনড্রাইভ এ ৮x৩=২৪ জিবি,

১৬ জিবি মেমোরি কার্ড/ পেনড্রাইভ এ ১৬x৩= ৪৮ জিবি অর্থাৎ আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ এর ধারন ক্ষমতা শক্তির তিন গুন বেশি ডাটা বহন করতে পারবেন ।

নেটে মেমোরি কার্ড/ পেনড্রাইভ এর স্থান বৃদ্ধি করার অনেক সফটওয়ার পাওয়া যায় ।

যে গুল দ্বারা শুধু দেখতে পাওয়া যাই যে জাইগা বৃদ্ধি হয়েছে কিন্তু ডাটা পরিবহনে সক্ষম হয় না ।

যাই হোক এবার তাহলে চলে যাই আসল বিষয়ে ।
আপনাকে যা যা করতে হবে তা তা আমি কয়েকটা ধাপে নিচে দেখালাম ।

¤ ১) আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ টি কে প্রথমে NTFS এ ফরম্যাট করে নিন। তারপর আবার FAT-32 এ ফরম্যাট করুন ।

¤ ২) এবার আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ টি তে ডাটা লোড করুন ফুল করে।

¤ ৩) মেমোরি কার্ড/পেনড্রাইভ টি ফুল হয়ে গেলে সব ডিলিট করে দিন।

[মনে রাখবেন ডিলিট করতে হবে ফরম্যাট না]

¤ ৪) এই ভাবে তিনবার ফুল করে লোড করুন এবং সব ডিলিট করুন।

¤ ৫) এই বার 7 Data Card Recovery নামক সফটওয়ার টি ডাউনলোড করুন। এবং ইন্সটল করুন।

Download করুন এখান থেকে

¤ ৬) এইবার সফটওয়ারটি ওপেন করলে উইন্ডো আসবে ।

¤ ৭) এখানে আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ টি নির্বাচন করে নেক্সট বাটন ক্লিক করুন ।

এবং স্ক্যান শুরু করুন। স্ক্যান করা শেষ হলে আপনার সব ফাইল গুলো দেখতে পাবেন।

এইবার সব নির্বাচন করে সেভ দিন।

টিউন টি ১০০% পরিক্ষিত

সমস্যা হলে কমেন্ট করবেন

সাথে থাকুন , ভালো থাকুন

No comments:

Post a Comment