যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে আসে না ।
_জন এন্ডারসনযে অনেক কিছু এক সঙ্গে আরম্ভ করে
সে কিছুই শেষ করতে পারে
একটি ভাল কাজ কখনো হারিয়ে যায় না
__ ব্যসিলসৎ লোক সাতবার বিপদে পড়িলে আবার উঠে,
কিন্তু অসৎ লোক বিপদে পড়িলে একবারেই নিপাত হয় ।
সৌন্দর্য যতই লুকাইয়া থাকুক না কেন,
একদিন তা অন্যের দৃষ্টি আকর্ষণ করবেই ।
ক্লাসিক বই সেগুলোই,
সবাই যেগুলোর প্রশংসা করে,
কিন্তু পড়ে না ।
No comments:
Post a Comment