Tuesday, November 11, 2014

মিথ্যা

মিথ্যা কথা বলা আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এক বেলা না খেয়ে হয়তো কোন মানুষ একটা দিন পার করেছে। কিন্তু কোন মানুষ একটা দিন মিথ্যা কথা বলে নাই, এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। আমরা প্রতিনিয়ত স্বাচ্ছন্দ্যে বলে চলেছি একটার পর একটা মিথ্যা। যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোযা রাখেন তিনিও মিথ্যা বলাকে নিয়মিত এড়িয়ে চলেন না। তবে হ্যা, খুব প্রয়োজন হলে আপনি মিথ্যা বলতে পারেন। সে সুযোগ আপনার জন্য রয়েছে। কিন্তু আমরা তো মিথ্যা বলি কারনে অকারনে। এর মধ্যে আবার কারন ছাড়া অকারনেই আমরা মিথ্যাটা বেশি বলে থাকি। কখনো বন্ধুদের সাথে মজা করতে কিংবা কখনো ছোট বাচ্চাদের ভয় দেখাতে, যে জিনিসটা সবচে বেশি ব্যবহৃত হয়। ছোট বাচ্চাদের কথা শোনানোর জন্য ভয় দেখাতে সচারচর মিথ্যা বলি। আর বিশেষ করে বর্তমান আধুনিক যুগে বিজ্ঞানের কল্যাণে প্রধান আকর্ষণ মোবাইল। আর সেই মোবাইলে সবচে বেশি মিথ্যা পাচার হয়।

No comments:

Post a Comment