Saturday, November 8, 2014

অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ (চরম Funny)

অসম্ভবকে সম্ভব করাই অনন্ত র কাজ-

একটু মজা করা যাক (just_fun)।

✔ অনন্ত জলিল ছোটবেলায় একটা ফুটবলকে এত জোরে লাথি মেরেছিলেন যে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে মহাশূণ্যে চলে যায় এবং আজও সেটা সূর্যের চারধারে ঘুরে চলেছে।

আমরা তাকে প্লুটো নামে চিনি!

✔ অনন্ত জলিল ফেসবুকে লগ-ইন করলে সাথে সাথে ফেসবুক নিজের স্ট্যাটাস আপডেট করে নেয়।

✔ অনন্ত জলিল বাইকে করে যাচ্ছে, হঠাৎ তার পিছনে এক ভিলেন উঠে বসে পড়লো । কি হবে এখন ???

অনন্ত জলিল পকেট থেকে পিস্তল বার করলো এবং সামনে গুলি করলো

….. এরপর বাইকটা চরম স্পিডে চালিয়ে গুলিটার সামনে চলে গেলো এবং বাইক উল্টো ঘুরিয়ে নিলো (মানে এখ অনন্ত জলিল সবার সামনে, তার পিছনে ভিলেন, তার পিছনে গুলিটা)

… এরপর সে বাইকটাকে গুলি বরাবর অ্যালাইন করলো এবং গুলিটা এসে ভিলেনকে লাগলো

✔ যদি অনন্ত জলিল ১৯৫০ সালের আগে জন্মাতেন,তাহলে বাংলাদেশের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য পাকিস্তানের লড়তে হতো !

✔ একবার বর্ষাকে একটা গুন্ডা টিজ করেছিল। অনন্ত জলিল সেটা শোনার পরে তার মোবাইল বের করলো এবং গুন্ডাটাকে একটা মিসকল দিল…

আফসোস, গুন্ডা ভাইটার মোবাইল এত জোরে ভাইব্রেট করে উঠলো যে সে ওখানেই শেষ

✔জলিল ছোটবেলায় একবার একটা মেয়েকে একটা এডাল্ট জোকস শুনায়।

সেই মেয়েটি এখন সানি লিওন নামে পরিচিত ।

সূত্রঃ ফেসবুক

No comments:

Post a Comment