¤>>যারা আল্লাহকে ভালবাসতে চায়, তাদের উচিত প্রথমে মানুষকে ভালবাসতে শেখা... (আল-কুরআন)
¤>> ভালবাসার ব্যাপারে পুরুষরা চিরকালই শিকার, আর মেয়েরা শিকারী, একজন শিকারী যেমন শিকারের জন্য তার বন্দুককে ভালবাসে,একজন মেয়ে মানুষও তেমনি সৃষ্টির প্রয়োজনে পুরুষকে ভালবাসে । এ ভালবাসা বন্দুকের প্রতি শিকারীর প্রেমভালবাসার সঙ্গেই একমাত্র তুলনীয় ।
¤>> ভালবাসিতে শিখলে , ভালবাসা দিতে শিখতে হয় তোমার জীবনে কখনো ভালবাসারঅভাব হবেনা...
¤>> অন্ধভাবে কাউকে ভালবেসনা তাহলে তারফল কিন্তু শুভ হবেনা...¤>> মা সন্তানকে ভালবেসেই ভালবাসার দাম নিজের তৃপ্তির মধ্যে পেয়ে যান হাতে হাতে।
নইলে দীর্ঘদিন ধরে তাকে বড় করে তুলতে অতকষ্ট করতে পারতেন না ।আসল কথা হল, যথার্থপ্রেম স্ব-নির্ভর হয়, অন্য নির্ভর হয়না ।
অপরপক্ষে কতটা প্রতিদান দিল কিংবা দিলনা,সেটা ভালবাসাকে দুর্বল করেনা।¤>> যাকে সত্যিকার ভালবাসা যায়,সে অতি অপমান, আঘাত করলে,
হাজারব্যথা দিলে ও তাকে ভুলা যায়না. .¤>> ভালবাসার ব্যাপারে বেশি পাটোওয়ারী বুদ্ধি ভালো নয়।
যাকে দিবেন সম্পূর্নভাবেই দিবেন।একেবারেই বাকী আমি কিছুইরাখবোনা প্রতিগ্গা করেই দিবেন।
তা না হলে জীবনে বিকৃতি দেখা দিবে ।যতই দিবেন ততই পাবেন। কার কাছ থেকে? নিজেরকাছ থেকেই ।
যতই ভালবাসবেন ততই জীবনে স্বাদ পাবেন। আর পাওয়াটাই বড় কথা।¤>> যে ভালবাসা দুজনকে দুদিক থেকে আকর্ষনকরে মিলিয়ে দেয়,
সেটা ভালবাসা নয়,সেটা অন্য কিছু বা মোহ আর কামনা...¤>> যে গভীরভাবে ভালবাসতে জানে বয়স তারকাছে কোন বাধা নয় ।
¤>> পৃথিবীতে ভালবাসার একটি মাত্র ঊপায়আছে, সেটা হল প্রতিদান পাওয়ারআশা না করে শুধু ভালবেসে যাওয়া।¤>> ভালবাসা যা দেয়, তারচেয়ে বেশি কেড়ে নেয়!
¤>> ভালবাসা যখন পরিতৃপ্ত হয় তখন এর মাধুর্যকমে যায় ।¤>> ভালবাসা আচ্ছাদন নয় বরং চোখের জল ।
No comments:
Post a Comment