Monday, November 10, 2014

প্রমাণ papa = mama...

শিক্ষকঃ প্রমান কর যে,

papa =mama

আর্টস এর ছাত্র : সিলেবাসের বাইরে ।

কমার্সের ছাত্র : প্রশ্ন ভুল।

মেডিকেলের ছাত্র : মাথা খারাপ নাকি ?

এটা কিছুতেই সম্ভব না ।

ইঞ্জিনিয়ারিং এর ছাত্র :

আমরা জানি,
বল (f) = ভর (m)×ত্বরণ (a)

এবং, চাপ (p) = বল (f) / ক্ষেত্রফল (a)

অতএব,
চাপ (p)×ক্ষেত্রফল (a) = বল(f)

অর্থাৎ, বলা যায়, pa = ma

উভয়পক্ষকে বর্গ করে পাই,

papa = mama
(প্রমানিত)

No comments:

Post a Comment