Tuesday, November 11, 2014

বুদ্ধিমান এবং স্বল্পজ্ঞানী লোকের মধ্যে তুলনা

একটি ফলন্ত গাছে যখন ফল ধরে তখন সেই ফলের ভারে গাছটি নুয়ে পরে

আবার ফলে ভরা গাছটিতে বাতাস লাগলে তা একটু কম দোলে ।

ফল ধরে না এমন গাছে কিন্তু আবার সোজা থাকে অল্প বাতাসেই দুলতে শুরু করে ।

ঠিক তেমনি বুদ্ধিমান জ্ঞানী মানুষগুলাও তেমন সব সময় মাথা নিচু করে নিজের ব্যক্তিত্ব ধরে রাখে ।

অথচ স্বল্প জ্ঞানী মানুষগুলা অল্পতেই খেপে ওঠে আর নিজেকে খুব বড় ভাবতে শুরু করে ।

যেন সে এমন একজন যে সবকিছুই তিনি জানে কিন্তু তাকে মূল্য দেওয়া হচ্ছে না কিংবা তার পন্ডিত্বের কদর করা হচ্ছে না ।

আবার অল্প সুযোগ পেলেই অন্যকে খুব বেশি আঘাত করে ।

তাই অল্প বাতাসে দোলে এমন গাছ থেকে কিছুটা দুরে থাকুন যাতে করে নিজের সম্মান ধরে রাখতে পারেন ।

No comments:

Post a Comment