Sunday, November 2, 2014

না পড়লে চরম মিস (দেব এর মুভির নাম নিয়ে কিছু কথা)

আমি

খোকা বাবু

। আমি একজনের

রোমিও

। তার ভালবাসা আমাকে

পাগলু

করে তুলেছে ।

সেদিন দেখা হয়েছিল

তার বাবার সাথে।
তার বাবাকে দেখলে আমার হার্ট

লে ছক্কা

র মতো উড়ে যায়। তাই আমাদের

দুই পৃথিবী

আলাদা ।
আমি দুই পৃথিবী এক করবো কারণ, তাকে দেখলে আমার

পরাণ যায় জ্বলিয়ারে

। তাকে না দেখলে আমার

মন মানে না

। আমি তাকে বলেছিলাম

বলনা তুমি আমার

। ও আমাকে বলেছিলো

আমি শুধু চেয়েছি তোমায়

এটা শুনার পর আমি

বিন্দাস

হয়ে যাই ।

No comments:

Post a Comment