Saturday, November 8, 2014

"তীর হারা এই ঢেউয়ের সাগর " গানের Edit Version

তেল মাখা এই কাঠের বাশঁ পাড়ি দিব রে..... আমরা 14'ব্যাচ পরীক্ষার্থী বাশঁ খেয়েছি শক্ত করে রে..... পরীক্ষার প্রশ্ন ফাস করে, পড়ালেখা চাঙ্গে তুলে পরীক্ষার স্বাদ নাহি পাই..... ও ও ও ও ও ও ও ও ও ও ও ঘর-বাড়ির ঠিকানা নাই দিন-রাত্রি জানা নাই আমরা সবাই সঠিক প্রশ্ন পাই জানি প্রশ্ন পাইতে হবে এ পরীক্ষা দিতে হবে আমি যে পরীক্ষার্থী রে..... তেল মাখা এ কাঠের বাশ পাড়ি দিবো রে ! পরীক্ষার পড়ায় মনকে টানে না , প্রশ্নের ঐ গন্ধ কেমন জানি না.. প্রশ্নের ও দৃশ্য চোখে পড়ে না.. তারাও তো ভুলে কভু আসে না.. প্রশ্ন কমন না পড়ে , আকাশ যখন ভেঙে পড়ে নাম্বার তো আরও কমে যায়... ও ও ও ও ও ও ও ও হাতছানি দেয় নাম্বার আমায় হঠাৎ কে যে গালি শোনায়, দেখি ঐ নাহিদ কাক্কু গায় তবু প্রশ্ন পাইতে হবে পরীক্ষা ও দিতে হবে যতই বুয়েট জাফ্রিক গেজায় রে , তেলমাখা এই কাঠের বাশঁ পাড়ি দিব রে...……

সংগ্রহিতঃ ফেসবুক

No comments:

Post a Comment