Sunday, November 2, 2014

আপনি পড়বেন তো হাসবেন

একটি মোরগ একটি মুরগিকে তাড়া করছিল।

আর মুরগির মালিক দাড়িয়ে দাড়িয়ে তা দেখছিল।

তো মোরগ মুরগিকে তাড়া করতে করতে ধরতে পারছে না

হঠাৎ মুরগিটি একটি গাড়ীর নিচে পড়ে মারা গেল।

আর তখনই মুরগির মালিকের চিৎকার........ .
.
.
.
.
.
.
.
.
.

বাহ! সাবাস মুরগি,

সাবাস।

জীবন দিলি, তবুও ইজ্জত দিলি না ।

No comments:

Post a Comment