কিন্তু ভুল বশত সেই sms টি চলে গেলো এক বিধবা মহিলার কাছে
সেই বিধবা মহিলার স্বামী মাত্রই গত কাল মারা গিয়েছেন ।যাই হোক,মহিলা smsটি খুললেন,
পড়লেন,এবং সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন
SMS টি তে লেখা ছিলঃআমার প্রিয় বউ
আমি ঠিক ঠাক মতই পৌঁছেছিআমি জানি তুমি আমার কাছ থেকে মেসেজ আশা করনি
এখানে আজ কাল মোবাইল ফোন এসে... পড়েছেআমি আসার সাথে সাথে তারা আমাকে একটি ফোন গিফট করেছে
সেই মোবাইল থেকেই আমি তোমাকে মেসেজ পাঠালাম!!তুমি জেনে আরো খুশি হবে যে,তারা সবাই এখানে তোমার জন্য অপেক্ষা করছে
আশা করা যায়, কাল-পরশুর মধ্যেই তুমিও চলে আসবে!!আশা করি তোমার যাত্রাও হবে আমার মত সুখের
তোমার অপেক্ষায় রইলাম ।
No comments:
Post a Comment