*প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি-যার কথা ও কাজে মিল রয়েছে।
*যা করা উচিত তাই করা তোমার কর্তব্য,যা তোমার মন চায় তা নয়।
*ক্ষমা ও নম্রতা আত্মার যাকাত স্বরূপ।
*যে ব্যক্তি শাক-পাতা খেয়েই তৃপ্ত থাকে তাকে কেউ গোলাম বানাতে পারে না।
*যে ব্যক্তি কোন স্বার্থের প্রভাবে প্রভাবিত হয়ে পড়ে,সে নিজের দোষ-ত্রুটি নিজের জ্ঞানে দেখতে পায় না।
*বুদ্ধিমানের সংসারী জীবন বোকার দরবেশীর চাইতে উত্তম।
*পরীক্ষা করে দেখো,অনেক মানুষই বিষধর জন্তুর চেয়ে কম হিংস্র নয়।
*এই তিনটিকে পবিত্র রাখুন-শরীর,আত্মা ও পোশাক।
*ক্রোধের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে নীরবতা।
*প্রকৃত দুঃশ্চিন্তাগ্রস্থ ঐ ব্যক্তি যার কোনো চিন্তা নেই ।
No comments:
Post a Comment