১।কেউ যেন আপনাকে Photo Tag না করে সেদিকে খেয়াল রাখবেন ।
কেউ Photo Tag করলে তা Untag করে ফেলুন ।আর নিয়মিত যদি কেও করে তাহলে তাকে Unfriend করে দিবেন ।
২। অপরিচিত বা সন্দেহযুক্ত কোন বন্ধুর দেয়া Link-এ প্রবেশ করবেন না ।৩। ইন্টারনেটে ঘরে বসে সহজে টাকা রোজগারের কোন Link-এ প্রবেশ করবেন না ।
৪। ফ্রি Facebook ব্যবহারের প্রলোভন দেয়া কোন Link-এ প্রবেশ করবেন না ।৫। কাউকে Friend request পাঠালে তিনি তা Accept না করলে Message দিয়ে জানান ।
তাতে কাজ না হলে ২/৩ দিন অপেক্ষা করে নিজেই তা Cancel করুন ।৬। কেউ Friend request পাঠালে তা বিবেচনা করে Accept করুন ।
পছন্দ না হলে Delete করে দিন ।৭। দেশী- বিদেশী মেয়েদের Friend request গ্রহণ করবেন না ।
এগুলো Fake ID. আপনার বন্ধু তালিকায় এমন কেউ থাকলে তাকে Unfriend করুন ।মনে রাখবেন, এরা ছদ্মবেশী শত্রু ।
সুযোগ পেলেই আপনার বিশাল ক্ষতি করে ছাড়বে ।৮। অপরিচিত বা সন্দেহযুক্ত কেউ অন্য কোন বন্ধুর ঠিকানা, অবস্থান বা মোবাইল নাম্বার চাইলে তা দেবেন না ।
৯। Email Address এবং Password অন্য কাউকে দেবেন না ।এগুলো ভালভাবে স্মরণ রাখুন । মনে রাখতে কষ্ট হলে এক টুকরো কাগজ, নোট বুক অথবা ডায়েরীতে লিখে লুকিয়ে রাখুন ।
১০। প্রতি ২ সপ্তাহে Password চেন্জ করা ভালোআর কঠিন ও বড় পাসোয়ার্ড দেয়ার চেষ্টা করুন ।
উদাহরণঃ
a@b¿*c¥%d?
No comments:
Post a Comment