যার উত্তর কখনই মিলে না।
জীবন চলার পথে কিছু ভুল হয়ে যায়যা হাজার চেষ্টার পরও শুধরানো যায় না ।
কিছু কষ্ট বুকের ভিতর জন্ম নেয় যা অসীম সুখ দিয়েও আড়াল করা যায় না।তেমনি প্রতিটি মানুষের জীবনে একজন মানুষ আসে
যে হারিয়ে গেলেও তাকে কখনইভুলে যাওয়া সম্ভব হয় না.......
No comments:
Post a Comment