ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে,
ফেসবুকের বিজ্ঞাপন কোডে ভুল ধরতে পারলে ডেভালোপাররা পাবেন দ্বিগুন পুরস্কার।
মার্কিন ফার্মের অডিট শেষ হওয়ার পর বিজ্ঞাপনের সমস্যা নিয়ে প্রশ্ন ওঠে।গুগলের বিজ্ঞাপনকে টেক্কা দিতে ফেসবুক তাদের সমস্যাগুলোকে দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছে।
তাদের অডিট শেষ হওয়ার পর সিকিউরিটি বাগসের সমস্যার কথা উঠে আসে।তাই ফেসবুক ডেভালোপারদের চিরুনি তল্লাসি চলাতে দ্বিগুন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়।
ফেসবুক সিকিউরিটি ইঞ্জিনিয়ারকলিন গ্রিন
তাঁর ব্লগে জানান, ” কাজের পরিবেশকে আরও বন্ধুত্বপূর্ণ করতে ফেসবুকের এই উদ্যোগ”।ফেসবুক প্রোফাইলে সুরক্ষার জন্য গত সপ্তাহে “সেফটি চেক” নামে একটি নতুন টুল যোগ করে, যেখানে ফেসবুক ব্যবহারকারীরা সেফটি চেক করে প্রোফাইলে ঢুকতে পারবেন।
No comments:
Post a Comment