Friday, October 31, 2014

ম্যাকাও

আপনারা অনেকেই হয়তো ম্যাকাও পাখির নাম শুনে থাকবেন। অনেকেই হয়তো সামনাসামনি দেখেছেন কিংবা পেলেছেন। তবে এদের সম্পর্কে কিছু ব্যাপার হয়তো জানা নেই আপনার।

স্কারলেট ম্যাকাওকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখিদের একটি বিবেচনা করা হয়। একটি পূর্ণ বয়স্ক স্কারলেট ম্যাকাও প্রায় যেকোনো শব্দের অনুকরণ করতে পারে, প্রচুর কথা মনে রাখতে পারে এবং শেখানো হলে বিভিন্ন ট্রিকস শিখে তা প্রয়োগ করে দেখাতে পারে।

বিজ্ঞানীদের ধারনা, একটি পূর্ণ বয়স্ক স্কারলেট ম্যাকাও একটি ৮-১০ বছরের মানুষের বাচ্চার সমান বুদ্ধি ধারন করে।

No comments:

Post a Comment