আমাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া ও তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার জন্য ওঁৎ পেতে রয়েছে হ্যাকরারা। ইউজারদের এই সমস্যা বুঝতে পেরে ব্যবস্থা নিচ্ছে গুগল।
তাই জি-মেলের নিরাপত্তা এবার আরও বাড়ানো হচ্ছে। আপনার মেলবক্সকে সুরক্ষিত রাখতে গুগল নিয়ে এসেছে নয়া ‘সিকিউরিটি কি’।এটি এক ধরনের ‘ইউএসবি কি’ যা গুগল ক্রোমে লগ ইন করার সময় আপনাকে ব্যবহার করতে হবে। লগ ইন করতে যেমন পাসওয়ার্ড লাগে সে তো লাগবেই, পাশাপাশি সিকিউরিটি কি-ও লাগবে। যাতে গুগল বুঝতে পারে, আপনার জায়গায় অন্য কেউ এই পাসওয়ার্ড দিচ্ছে না।
তবে আপনাকে এই ‘ইউএসবি কি’ কিনতে হবে গ্যাঁটের কড়ি খরচ করে। অনলাইনে কিনতে পারেন এই ‘কি’। ইউ২এফ ভেন্ডারের কাছে পাবেন এটি।এখন জি-মেলের দ্বিস্তরীয় পাসওয়ার্ড সিস্টেমে মোবাইল ফোনে এসএমএসে পাসওয়ার্ড আসে যা প্রতিবার লগ ইন-এর সময় বদলে যায়।
No comments:
Post a Comment