Thursday, October 30, 2014

বিভিন্ন দেশের অদ্ভুত নাম

পৃথিবীর স্বর্গ বলা হয় - কাশ্মীরকে

স্বর্ণ নগরী বলা হয় - জোহান্সবার্গকে

আগুনের দ্বীপ বলা হয় - আইসল্যান্ডকে।

বিশ্বের রুটির ঝুরি হিসেবে পরিচিত - উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলকে

চিরশান্ত দেশ বলা হয় - কোরিয়াকে।

' সমুদ্রের বধূ ' বলা হয় - গ্রেটব্রিটেনকে

চাদ হ্রদ অবস্তিতি আফ্রিকায়।

এশিয়ার বৃহত্তম মরুভুমির নাম - গোবি

‪পৃথিবীর‬বৃহত্তম হীরক খনির নাম হলো - কিম্বার্লি ।।

No comments:

Post a Comment