Friday, October 31, 2014

ইন্টারনেটের গতি বাড়াবে দ্বিগুন , সিদ্ধান্ত গ্রামীণফোনের

পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক পেরোনোর পর এবার সমপরিমাণ ইন্টারনেট ব্যবহারকারীর লক্ষ্য নিয়ে কাজ করছে দেশের শীর্ষ মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন। এজন্য ইন্টারনেটের গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে গ্রামীণফোনের সক্রিয় গ্রাহকের মাইলফলক অতিক্রম ঘোষণার খবর গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরে নতুন এই প্রত্যয়ের কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির সিইও বিবেক সুদ। এসময় গ্রামীণফোনের প্রথম ব্যবহারকারী ঢাকার খিলক্ষেত অধিবাসী লাইলি বেগম এবং পাঁচ কোটিতম গ্রাহক ঢাকার একটি কলেজের ছাত্র আরেফিন সিদ্দিকীকে সম্মাননা দেয়া হয়। সম্মেলনে বিবেক সুদ জানান, আপসহীনভাবে সর্বোত্তম সেবা প্রদান প্রতিশ্রুতি থেকে আমরা সরে যাইন এবার আমাদের নতুন লক্ষ্য- সামনের পাঁচ বছরে বর্তমান সক্রিয় এক কোটি ইন্টারনেট গ্রাহককে পাঁচ কোটি ইন্টারনেট গ্রাহকে নিয়ে যাওয়া। তিনি আরো জানান, শুরু থেকে এ পর্যন্ত ১০ কোটির মতো সিম বিক্রি করেছে গ্রামীণফোন। এর মধ্যে যেসব সিম দীর্ঘ বছরে অচল রয়েছে সেগুলো রিসাইকেল করা হচ্ছে। সম্মেলনে ভিডিও কনফারেন্সে অংশ নেন গ্রামীণফোনের মূল কোম্পানি নরওয়েভিত্তিক মোবাইলফোন অপারেটর কোম্পানি টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্রেডরিক বাক্সাস। আর নতুন এই মাইলফলক অতিক্রম উপলক্ষ্যে গ্রাহকদের জন্য বর্তমান ইন্টারনেট প্যাকেজে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দ্বিগুণ ইন্টারনেট গতি এবং প্রতি ১০ সেকেন্ড পালসে পাঁচ পয়সার বিশেষ প্যাকেজের ঘোষণা দেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অ্যালান বঙ্কে। প্রসঙ্গত, এর আগে গ্রামীণফোনই প্রথমবারের মতো এক কোটি, দুই কোটি, তিন কোটি এবং চার কোটি গ্রাহকের ল্যান্ডমার্ক তৈরি করে। তাদের পর বাংলালিংক কেবল সেপ্টেম্বর মাসে তিন কোটি গ্রাহকের ল্যান্ডমার্ক অতিক্রম করে। এই মাসের মাঝামাঝি সময়ে পাঁচ কোটির মাইলফলক অতিক্রম করে গ্রামীণফোন।

No comments:

Post a Comment