এর মূল্য কত বুঝেনা
তাদের কাছেই সাধারণত ভালবাসা ঘুরে ফিরে আসে
কারণ ভালবাসা চায় সে যেন এর মূল্য বুঝতে পারে,
এর মূল্য দিতে পারে ।
যে আজ তোমার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছে
সেও
একদিন তোমার মত অন্যের কাছে যাবে তার ভালবাসা নিয়ে ।
যে যখন শূন্য হাতে ফিরে আসবে তখন তোমার জন্য কাঁদবেকারণ সে বুঝতে পারবে
কতটা না দুঃখ সে দিন তুমি পেয়েছিলে ।
No comments:
Post a Comment