১। হার্টের চাপকে কাজে লাগিয়ে রক্তকে নিক্ষেপ করা হলে তা ৯ মিটার(২৭ ফুট) দূরত্ব অতিক্রম করবে।
২। পৃথিবীর মানুষের মোট ওজোন, পৃথিবীর পিপড়ার মোট ওজোনের সমান।৩। নাকের ২টা ছিদ্রই যদি বন্ধ থাকে, তাহলে আপনি হাই তুলতে পারবেন না।
৪। পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে, ৪ বছরের মধ্যে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে।৫। আলেকজান্ডার দি গ্রেট এর সৈন্যদের ক্লিনসেভ করা বাধ্যতামুলক ছিল, যাতে শত্রুপক্ষ দাড়ি পাকড়াও করে হারিয়ে দিতেনা পারে।
৬। ফিলিপিন্স দ্বীপপুঞ্জের লুজন দ্বীপে ১টা লেক আছে, যাতে আরেকটা দ্বীপ আছে। এই দ্বীপে আবার ১টা লেক আছে যাতে আছে আরেকটা দ্বীপ।৭। মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ২০০০ এর কিছু বেশি ।
৮। জেলীফিশ সূর্যের তাপে বাস্পীভূত হয়ে যায়। এর দেহের ৯৮% পানি।৯। প্রজাপতি তার পা দিয়ে স্বাদ গ্রহন করে।
১০। লটারি জেতার সম্ভাবনার চেয়ে লটারির টিকিট কিনতে যাওয়ার সময় মারা যাওয়ার সম্ভাবনা বেশি।১১। “Four(4)” হল একমাত্র সংখ্যা যার “অক্ষর সংখ্যা” এবং “মান” সমান।
১২। “Anatidaephobia” হল একটি রোগ যার রোগী মনে করে, পৃথিবীর কোথাও ১টা হাঁস আমাকে দেখছে।
No comments:
Post a Comment