Tuesday, October 21, 2014

আপনার এন্ড্রয়েড এপস সমূহ অন্যের থেকে নিরাপদে রাখুন

অ্যান্ড্রয়েড ফোনে এখন অনেকে অনেক ধরনের অ্যাপ ব্যবহার করছে। এসব অ্যাপ অনেক স্পর্শকাতরও হয়ে থাকে। যেমন Facebook, Twitter, LinkdeIn, Google+ । এসব অ্যাপ অনেকে না বলে ঢুকেঁ পড়তে পারে। যা অনেক বিরক্তির ব্যাপার সেটা পরিবারের হোক বা বাহিরের হোক। ফোনটি অনেক সময় চুরিও হয়ে যেতে পারে সেক্ষেত্রে অপরিচিত ব্যক্তি আপনার ফেসবুকের মতো অ্যাপগুলোতে সহজে ঢুকে পড়তে পারে। যা অনিরাপদ। এজন্য যাতে কেউ আপনার ফোন ব্যবহার করতে পারলেও যাতে কোন স্পর্শকাতর অ্যাপে ঢুকতে না পারে সেজন্য ব্যবহার করুন 1.8 এমবির একটি ছোট্ট অ্যাপ। যা আপনার অ্যাপের নিরাপত্তা দেবে।
1. আছে ছবিকে নিরাপদে রাখার ব্যবস্থা
2. থাকছে একটি তালিকা যা সহজে কোন অ্যাপ লক করবেন তার ব্যবস্থা,
3. রয়েছে সুন্দর একটি ফ্লোটিং মেন্যু,
4. Email এর মাধ্যমে পাসওয়ার্ড রিকোভারির ব্যবস্থাও আছে এতে app-টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment