•• আপনাদেরকে আমার ছোট্ট সাইটে স্বাগতম । আশা করি সাইটের পোস্ট গুলো ভালো লাগবে ••
সাথে থাকুন ..!.. ভালো থাকুন ('-')
Tuesday, October 21, 2014
বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম
সেন্ড মানি সেবার
মাধ্যমে আপনি আপনার বিকাশ
ওয়ালেট থেকে আরেকটি বিকাশ
ওয়ালেট এ টাকা পাঠাতে পারেন
যেকোন সময়।
সেন্ড
মানি করতে নিচের
ধাপগুলো অনুসরণ
করুন-
১। *২৪৭# ডায়াল করে বিকাশ
মোবাইল মেন্যুতে যান
২। “সেন্ড মানি” সিলেক্ট করুন
৩। আপনি যে বিকাশ ওয়ালেট এ
টাকা পাঠাতে চান সেই ওয়ালেট
নাম্বারটি লিখুন
৪। আপনি যে পরিমাণ
টাকা পাঠাতে চান সেই পরিমাণ
টি লিখুন
৫। লেনদেনের একটি রেফারেন্স/
তথ্যসূত্র দিন (একটি শব্দের
বেশি ব্যবহার করবেন না, স্পেস
এবং বিশেষ অক্ষর এর ব্যবহার
এড়িয়ে চলুন)
৬। আপনার বিকাশ মোবাইল
মেন্যু
পিনটি দিয়ে লেনদেনটি সম্পন্ন
করুন
আপনি এবং প্রাপক দুজনই
বিকাশ
থেকে কনফার্মেশন মেসেজ
পাবেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment