তুমি আমি আমরাও
তবুও স্মৃতি বদলায়নি,
বদলায় না
নষ্ট কষ্ট আনন্দের মিশ্রণে তাইমাঝে মাঝেই ব্যথিত হই।
শহুরে চাপে যদিওবা ভুলে যাই,
ভুলে থাকিতবুও স্মৃতিতে তো
থেকেই
থাকে…
কিছুটা অবসরে,
হয়তবা কয়েকটা সেকেন্ড কিংবা মিনিট- তাহলেই হলো,
জেগে উঠতে আর দেরি করেনা।
আমার স্মৃতিগুলো বেদনার, ব্যর্থতারযদি একটা ইরেজার পেতাম-
মুছে দিতাম, সত্যিই সব ঘষে মেজে ডলে উঠিয়ে নিতাম।
No comments:
Post a Comment