আচ্ছা যদি ফেসবুকের কাস্টমার কেয়ার থাকত আমাদের দেশে তাহলে ঘটনাটা কিরকম হইত!আমরা তাহলে কি কি সমস্যার জন্য সেখানে ফোন দিতাম?
আসেন দেখি।ঘটনা নাম্বার 1
-হ্যালো ফেসবুক কাস্টমার কেয়ার থেকে জরিনা বলছি।বলুন কিভাবে সাহায্য করতে পারি?
-আফা আমি আক্কাস।আমার আইডির নাম "কুত্তা কেন খ্যাপছে"।আমি অখন আইডি ফিমেল বানাইতে চাই।নাম দিমু "প্রিন্সেস সখিনা"।আমার কি করতে হইব?ঘটনা নাম্বার 2
ফেসবুক কাস্টমার কেয়ার থেকে শামসু বলছি।বলুন কিভাবে সাহায্য করতে পারি?
-ভাইগো,আমার আইডিতে সব সময় 600 অনলাইনে থাকে।মাগার লাইক আসে 10 আমি কি করমু?ঘটনা নাম্বার 3
ফেসবুক কাস্টমার কেয়ার থেকে আনিকা বলছি।বলুন কিভাবে সাহায্য করতে পারি?
-আফা আমি মতিন।আইডির নাম "ধর সাইকেল মুইতে আসি"।পাসওয়ার্ড মনে পড়তাছে না।কি করমু আফা?ভোটার আইডির নাম্বার টা বলুন।
-আফায় কয় কি?আমি তো আইডি খুলছি সিএনজি ড্রাইভারের লাইসেন্স দিয়া।ঘটনা নাম্বার 4
ফেসবুক কাস্টমার থেকে চৈতালি বলছি....।
-ও আল্লাগো আফনে সেই চৈতালি নাকি?ঐযে ভিডিওদেখছিলাম...."দেখি চৈতালি মুখটা খোলো তো"! আর আফনে কইছিলেন "আআআআআআআআ"
ঘটনা নাম্বার 5
ফেসবুক কাস্টমার কেয়ার থেকে মুন্নি বলছি।বলুন কিভাবে সাহায্য করতে পারি?
-আফা আমি বল্টু বলছি।আমার আইডির নাম "arif r hossain" ॥কাইলকে এট্টা পুস্ট দিছিলাম।লাইক পড়ছে 23000।আর আইজকা পুস্ট দিলাম।
লাইক আইছে 22998।বাকি দুইডা লাইক গেল কই?জাতি জানতে চায়।
No comments:
Post a Comment