Friday, October 31, 2014

আর্ন্তজাতিক বিষয়ক কিছু সাধারণ জ্ঞান

► বৃহত্তম সৌরশক্তিচালিত নৌকার নাম কি? -এম টুরানোর প্লানেট সোলার।

► বিশ্ব বানিজ্য রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? - বিশ্ব বানিজ্য সংস্থা।

► ২০১০ সালে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? - চীন।

► ২০১০ সালে শীর্ষ আমদানিকারক দেশ কোনটি? - যুক্তরাষ্ট্র।

► সব চেয়ে বেশি স্বর্ণমজুদ রয়েছে কোন দেশে? - যুক্তরাষ্ট্রে।

► পাকিস্তান প্রথম বারের মতো কোন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপন করে? পাকসটি-১।

► বিশ্বের বৃহত্তম ভিডিও গেমস মেলা কোথায় অনুষ্ঠিত হয়? -কোলন, জার্মানি।

► দ্যা গুড মুসলিম উপন্যাসের লেখক কে? -তাহমিমা আনাম।

► দ্য লাকুনা উপন্যাসের লেখক কে? -বারবারা কিংসলভার , যুক্তরাস্ট্র।

► ১০০৫ ডলারের নিচে আয় করে কোন কোন দেশ? - বাংলাদেশ, আফগানিস্তান।

► বিশ্ব হেপাটাইটিস দিবস কবে? -৩০ জুলাই।

► বিশ্বের বনভুমির পরিমান সবচেয়ে বেশি কোন দেশে? - রাশিয়া।

► শেষ ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? - ভ্যালাডেলিড, স্পেন।

► আদিবাসী সংক্রান্ত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়? -২০১৪ সালে।

► অর্থনীতিতে প্রথম নোবেল দেয়া হয় কবে? -১৯৬৯ সালে।

► পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি? -লাপাজ, বলিভিয়া।

► ‘আল-জাজিরা’ কোন দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল? -কাতার।

► বানকিমুন দক্ষিনে সুদানে দুত হিসাবে কাকে নিয়োগ দেয়? -হেইলি মেনকারিয়োস, ইরিত্রিয়া।

No comments:

Post a Comment