সিংঘের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায় ।
সামুদ্রিক হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে কিন্তু অবাক বিষয় মানুষের হাতেই বেশী হাঙ্গর মারা পড়েছে।কাচ আসলে বালু থেকে তৈরী।
আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না করতে একবার ট্রাই করতে পারেন।আপনি যদি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হয় তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে।
একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আস্তে সময় নেয় ২২ সেকেন্ড।আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটা গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে ৩ হাজার বছর।
অনেকের ধারনা শামুকের কোন দাত নাই। অথচ শামুকের ২৫ হাজার দাত আছে।চোখ খুলে হাচি দেয়া সম্ভবনা। আয়নায় আপনি ট্রাই করতে পারেন।
বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম।পৃথিবীর প্রানীদের মধ্যে৮০ ভাগই হচ্ছে পোকামাকড়।
জিরাফের জিহ্বা কালো।
আকাশে কত তারা জানেন? যদি প্রতি সেকেন্ডে একটা করে তারা গুনতে থাকেন, তবে গ্যালাক্সির মোট তারা গুনতে আপনার সময় লাগবে তিন হাজার বছর।একটা শামুক কত লম্বা হতে পারে জানেন? ৯১ সেন্টিমিটার! মানে প্রায় তিন ফুট!
১০ লাখেরও বেশি খুদে নালি দিয়ে মানুষের কিডনি তৈরি। দুই কিডনির নালিগুলো জোড়া দিলে ৪০ মাইল লম্বা হবে।মুরগির ডিমের চেয়ে ২৪ গুণ বড় উটপাখির ডিম।
No comments:
Post a Comment