Thursday, October 23, 2014

বাংলাদেশ পরিচিতি এক নজরে

সরকারি নামঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। রাজধানীঃ ঢাকা (বর্তমানে বিশ্বের বিশতম মেগাসিটি) বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। ভাষাঃ রাষ্ট্রীয় ভাষা “বাংলা”। প্রায় ৯৯.৫০ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। ইংরেজী দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভাষা। আয়তনঃ ১,৪৭,৫৭০ বর্গ কিঃমিঃ বা ৫৬,৯৭৭ বর্গমাইল। → সীমাঃ পশ্চিমে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, উত্তরে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্বে ভারতীয় রাজ্য আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং সেই সাথে মায়নমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর।বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৫, ১৩৮ কিলোমিটার । মোট সীমারেখার মধ্যে ভারতের সঙ্গে ৪১৫৬ কিলোমিটার, মায়ানমারের সাথে ২৭১ কিলোমিটার এবং সাগরে অংশে ৭১১ কিলোমিটার। ভূখন্ডগত সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিমি) এবং অর্থনৈতিক সমুদ্রসীমা উপকুল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিমি) পর্যন্ত বিস্তৃত। প্রচলিত তথ্য মতে, বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪৭১৯ কিলোমিটার। ভারতের সাথে মোট সীমারেখা ৪১৪৪ কিলোমিটার এবং মায়ানমারের সাথে ২৮৩ কিলোমিটার। →সীমান্তবর্তী দেশঃ ২টি (ভারত ও মায়ানমার) সরকার পদ্ধতিঃ সংসদীয় পদ্ধতির সরকার। গণতান্ত্রিক ব্যবস্থা, এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট-এর নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদে ৩০০ জন প্রত্যক্ষ নির্বাচিত প্রতিনিধি থাকে। চতুর্দশ সংশোধনী অনুযায়ী ৪৫টি সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা করা হয়। সুতরাং বর্তমানে জাতীয় সংসদের বর্তমান আসন সংখ্যা ৩৪৫। শিক্ষার হারঃ ১১+ : ৫৪.৮ (অর্থনৈতিক সমীক্ষা-২০১০), ৬৫.৫% (ব্যাননেইস জরিপ) মাথাপিছু বৈদেশিক ঋণঃ ৭১১৬ টাকা( ১২২ মার্কিন ডলার) গড় মাথাপিছু আয়ঃ ৭৫০ মার্কিন ডলার (অর্থনৈতিক সমীক্ষা-২০১০) ১৪৪০ মার্কিন ডলার (ওয়ার্ল্ড পপুলেশন ডাটাশীট) ধর্মঃ মুসলমান ৮৯.৭%, হিন্দু ৯.২%, বৌদ্ধ ০.৭%, খ্রিস্টান ০.৩%, অন্যান্য ০.১%।

প্রশাসনিক এককঃ বিভাগঃ ৭টি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর। সিটি কর্পোরেশনঃ ৬টি জেলাঃ ৬৫টি উপজেলাঃ ৪৮৪টি। প্রশাসনিক থানাঃ ৬০৬ টি। মৌজাঃ ৫৯,২২৯ টি। ইউনিয়নঃ ৪,৪৯৮ টি। গ্রামঃ ৮৭,৩১৯টি। পৌরসভাঃ ৩০৯টি। লোকসংখ্যাঃ ১৬ কোটি ২২ লাখ ২১ হাজার। পুরুষঃ ৬,৫৮,৪১,৪১৯ জন। মহিলাঃ ৬,৩৪,০৫,৮১৬ জন। জনসংখ্যার ঘনত্বঃ বর্তমানে ৯৯০ জন প্রতি বর্গ কিঃমি (অর্থনৈতিক সমীক্ষা) জনসংখ্যার বৃদ্ধির হারঃ ১.৩২% (অর্থনৈতিক সমীক্ষা) মানুষের গড় আয়ুঃ ৬৬.৭ বছর (অর্থনৈতিক সমীক্ষা-২০১০)

নদ-নদীঃ প্রধান নদীগুলোর শাখা ও উপ-নদীসহ মোট প্রায় ৭০০ নদী রয়েছে। এ নদীগুলো আবার তিনটি বৃহৎ নদীপ্রণালীর অন্তর্ভুক্ত। গঙ্গ-পদ্মা নদীপ্রণালী, ব্রক্ষèপুত্র-যমুনা নদীপ্রণালী ও সুরমা-মেঘনা নদীপ্রণালী। দেশের দক্ষিণ-পূর্ব অংশের পাহাড়ী এলাকার নদীগুলো সামগ্রিকভাবে চট্টগ্রাম অঞ্চলের নদীপ্রণালী হিসেবে চিহ্ণিত। গঙ্গ-পদ্মা, ব্রক্ষ্রপুত্র,যমুনা, সুরমা, কুশিয়ারা, হালদা, কর্ণফুলি, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ইত্যাদি অন্যতম প্রধান নদী। → আবহাওয়া অফিসঃ ৪টি, ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও খেপুপাড়া (পটুয়াখালী) বেতার সম্প্রচার কেন্দ্রঃ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, রাঙ্গামাটি, কুমিল্লা ও ঠাকুরগাও। → টিভি সম্প্রচার কেন্দ্রঃ ঢাকা ও চট্টগ্রাম। রিলে সেন্টার- চট্টগ্রাম, সিলেট, খুলনা, নাটোর ইত্যাদি। →ভু-উপগ্রহ কেন্দ্রঃ চট্টগ্রামের বেতবুনিয়া, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তালিবাবাদ, ঢাকা মহানগরীর মহাখালী ও সিলেটে। মোট চারটি ভু-উপগ্রহ কেন্দ্র আছে। সমুদ্র বন্দরঃ ২টি (চট্টগ্রাম ও মংলা) স্থল বন্দরঃ ১৫টি আর্ন্তজাতিক বিমান বন্দরঃ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। অর্থনীতিঃ বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। মুদ্রার নামঃ টাকা, ১০০ পয়সায় ১ টাকা। রপ্তানি দ্রব্যঃ তৈরি পোশাক, চা, হিমায়িত চিংড়ি, চামড়া, কাঁচা পাট ও পাটজাত দ্রব্য, প্রক্রিয়াজাত মাছ, হস্তশিল্প, ওষুধ ইত্যাদি। প্রধান খাদ্যঃ ভাত, রুটি, সবজি, ডাল, মাছ এবং মাংস। খনিজ সম্পদঃ প্রাকৃতিক গ্যাস, কয়লা, পিট, চুনাপাথর, কঠিন শিলা, সৈকত বালি ভারি মাণিক, মোনাজাইট, লিউককসেন ইত্যাদি। → উদ্ভিদঃ মোট প্রায় ৬০০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর মধ্যে প্রায় ৫০০০ প্রজাতি সপুষ্পক। →পর্যটন কেন্দ্রঃ কক্্রবাজার, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সিলেট, কুয়াকাটা, সুন্দরবন ইত্যাদি। কক্্রবাজার সমুদ্র সৈকত ১২০ কিলোমিটার দীর্ঘ। →প্রধান উৎসবঃ ইসলাম ধর্মীয়ঃ ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা, শবে বরাত, শবে ক্বদর, ইত্যাদি। অন্যান্য ধর্মেরঃ দুর্গাপূজা, কালিপূজা, বড়দিন, বৌদ্ধপূর্ণিমা ইত্যাদি। ক্রীড়াঃ ক্রিকেট, ফুটবল, কাবাডি, হকি, টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল ইত্যাদি।

No comments:

Post a Comment