তবুও তোমার হৃদয়ের গভীরে আজ পৌছাতে পারিনি ।
তোমাকে নিয়ে আমার সব স্বপ্নের শুরু......তবুও তোমার স্বপ্নচারিনী হতে পারি নি ।
তোমাকে বুঝাতে পারিনি আমার প্রতিটা মুহূর্ত শুধু তুমি.....তবুও তোমার জন্য প্রতিটা মুহূর্ত মুহূর্ত অপেক্ষারত আমি।
তোমাকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালবাসিতারপরও তোমার আমার মাঝে দূরত্ব কমাতে পারিনি...
No comments:
Post a Comment