আমরা মাঝে মাঝে সেই রিমোর্ট নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাই যে এটা কি নষ্ট হয়ে গেল নাকি।
রিমোট চেক করার যন্ত্র টি দেখে নিনঃ
রিমোট চেক করার যন্ত্র আজ আমি আপনাদের জানাব কিভাবে সবচেয়ে সহজে আপানার ব্যবহারিত রিমোট কন্ট্রোলটি ভাল না খারাপ অথবা রিমোট কিনতে গেলে সেটা ভাল কিনা তা দেখার উপায় বলে দিচ্ছি।
এটা করার জন্য প্রয়োজন হবে একটা ক্যামেরা । আমাদের মোটামোটি সবার ব্যবহারিত মোবাইল ফোনে যেকোন মানের একটা ক্যামেরা লাগানো থাকে।প্রথমে সেই ক্যামেরাটি অন করে আপনার রিমোর্টটির LED বাল্বটি ক্যামেরার লেন্স বরাবর রেখে রিমোটের যেকোন একটি বাটন প্রেস করেন।
যদি রিমোর্টটি ভাল হয় তাহলে ক্যামেরার ডিসপ্লেতে সাদা আলো দেখতে পাবেন।আর যদি নষ্ট হয় বা ব্যাটারী শেষ হয়ে যায় তাহলে কোন আলো জ্বলবে না।
No comments:
Post a Comment