Friday, October 31, 2014

কিছু সাধারণ জ্ঞান

০১।বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন?-খোন্দকার মোশতাক আহমেদ।

০২।।বাংলাদেশ এশিয়ান গেমসে প্রথম অংশগ্রহন করে-১৯৭৮ সালে।

০৩।বৈকারী সীমান্ত অবস্থিত-সাতক্ষীরা জেলায়।

০৪।বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠিত হয়-১৯৭৬ সালে।

০৫।যে বীরশ্রষ্ঠের নামে একটি ইউনিয়নের নাম করণ করা হয়-ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর

০৬।টিয়ার্স অব ফায়ার* মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র

০৭।দেশের জাতীয় বিষয়াবলী উল্লেখ আছে –সংবিধানের ৪নং অনুচ্ছেদে।

০৮।যমুনা নদী পতিত হয়েছে-পদ্মা নদীতে।

০৯।বাংলাদেশের প্রথম রণতরী-বি এন এস পদ্মা।

১০।দেশের সবচেয়ে বড় সার কারখানা-যমুনা সার কারখানা।

No comments:

Post a Comment