সালফিউরিক এসিড?
নয়তো বড়জোড় পারক্লোরিক এসিড?
কিন্তু এগুলোর একটিও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এসিড নয়।ফ্লুরো- এন্টিমোনিক এসিড
পৃথিবীতে মানুষের জানা সবচেয়ে ভয়াবহতম এসিডের নাম।যা কিনা ১০০% সালফিউরিক এসিডের চেয়েও 2x10^19 গুণ বেশি এসিডিক।
এটিকে প্রস্তুত করা হয় সমান অনুপাতে হাইড্রোজেন ফ্লুরাইড(HF) এবং এন্টিমনি পেন্টাফ্লুরাইড (SbF5) মিশিয়ে।এসিডটির থেকে সর্বোচ্চ বিষাক্ত বাষ্প বেরোয়। এটি পানির সংস্পর্শে আসলে প্রচন্ড বিস্ফোরণ ঘটায়।
তা ছাড়াও সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হল আপনি কিন্তু বিকার বা টেস্টটিউবে পরীক্ষার জন্য এসিডটি নিতে পারবেন নাকারণ এসিডটি এতোখানিই তীব্র যে তা কাঁচকে দ্রবীভূত করে ফেলে।
সেজন্য একে সংরক্ষণ করা হয় পলি-টেট্রা- ফ্লুরাইড-ইথিলিনএর তৈরী বিশেষ পাত্রে।ভাবতাছেন এমন বিষাক্ত ভয়াবহ এসিড বানানের দরকার কি?
আর তা হল যে কেমিকেল ইঞ্জিনিয়ারিং এ এর ব্যাপক ব্যবহার ক্ষেত্র রয়েছে... এসিডটি যেকোন জৈব যৌগকে প্রোটন গ্রহণ (Protonate) করতে বাধ্য করে।
No comments:
Post a Comment