Wednesday, October 22, 2014

হুমায়ুন আহমেদের কিছু কথা

পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে।

ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার।

এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।

হুমায়ূন আহমেদ

কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত।

হুমায়ূন আহমেদ

ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না। যা জাগে সেটা হল সহানুভূতি |

হুমায়ুন আহমেদ

এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে|

হুমায়ূন আহমেদ

No comments:

Post a Comment