আমরা অনেকেই নামি দামি কম্পানির মোবাইল ফোন কিনে থাকি।
আর আমাদের কে ফোন গুলোর গুনগত মান কিংবা অর্জিনাল সম্প্রকে সন্ধেহ থেকেই যায়। বাজারে যে ভাবে নকল বা কপি বা মাস্টার কপি বের হচ্ছে তাতে করে ভাল ফোন চিনতে সমস্যা হয়ে যায়। যা হোক আজ আমি আপনাদের শিখাবো কিভাবে অর্জিনাল কম্রানির ফোন বের করবো। Nokia.Samsung.iphone,Xpreria,Lg,HTC ইত্যাদি যে কোন ব্রান্ডের ফোন কিনে যাতে আপনাকে ধরা খেতে না হয় সে জন্য আপনাকে অনেক কিছুর আশ্রয় নিতে হয়।এ টিপ্স এ সেটার আর কিছুর প্রয়োজন হবে না। আপনের imei number দিয়েই সহজেই মোরাইলের যাবতিয় তথ্য বের হবে। যদি ফোনের সকল তথ্য বের হয় তা হলে সেটা হবে অর্জিনাল ফোন।প্রথমে ফোনের *#06# চাপুন। দেখবেন ১৫ টি সংখার imei নাম্বার আসছে।
তারপর এখানে ক্লিক করুন ঐখানে check এর উপরে যে ফাকা যায়গা দেখবেন সেখানে এই ১৫টি সংখা বসিয়ে check চাপুন।তারপর আপনার মোবাইলের যাবতিয় সকল তথ্য বের হবে। যদি তথ্য না আসে তাহলে আপনার মোবাইলটি অর্জিনাল নয়।
No comments:
Post a Comment