•• আপনাদেরকে আমার ছোট্ট সাইটে স্বাগতম । আশা করি সাইটের পোস্ট গুলো ভালো লাগবে ••
সাথে থাকুন ..!.. ভালো থাকুন ('-')
Monday, October 20, 2014
ভালোবাসায় বিশ্বাস
ভালোবাসার প্রধান উপাদান
হচ্ছে বিশ্বাস ।
যদি বিশ্বাস
না থাকে সেখানে ভালোবাসা থাকে না ।
সন্দেহ হল ভালোবাসা ফাটলের
প্রধান উপাদান ।
দুজনের মধ্যে তীব্র বিশ্বাস
থাকতে হবে যে,
সে আর যাই করুক না কেন,
এমন কিছু করবে না যাতে,
ভালোবাসার অপমান হয় ।
এই বিশ্বাস যদি না থাকে ,
তাহলে ভালোবেসো না ,
কারুন এই বিশ্বাস না থাকলে,
কোন দিনও ভালোবাসা টিকবে না ।
খুব শীঘ্র জানালা দিয়ে পালাবে ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment