Monday, October 20, 2014

ভালোবাসায় বিশ্বাস

ভালোবাসার প্রধান উপাদান হচ্ছে বিশ্বাস । যদি বিশ্বাস না থাকে সেখানে ভালোবাসা থাকে না । সন্দেহ হল ভালোবাসা ফাটলের প্রধান উপাদান । দুজনের মধ্যে তীব্র বিশ্বাস থাকতে হবে যে, সে আর যাই করুক না কেন, এমন কিছু করবে না যাতে, ভালোবাসার অপমান হয় । এই বিশ্বাস যদি না থাকে , তাহলে ভালোবেসো না , কারুন এই বিশ্বাস না থাকলে, কোন দিনও ভালোবাসা টিকবে না । খুব শীঘ্র জানালা দিয়ে পালাবে ।

No comments:

Post a Comment