কেমন আছেন সবাই
আজ দেখাব কীভাবে পিসির মাউস ছাড়া কাজ করা যায়।
সবসময় তো মাউস ব্যবহার করেন কম্পিউটারে।
এবার দেখুন মাউস ছাড়ায় । কীভাবে কাজ করবেন।
তাছাড়া হঠাৎ আপনার মাউস নষ্ট ও হতে পারে।
এজন্য শিখে রাখুন কীভাবে মাউস ছাড়াও আপনি কাজ করতে পারেন সাচছন্দে।
ত কীভাবে-
প্রথমে আপনার কম্পিউটারের Control
Panel এ যান।
তারপর নিচের ছবির মতো Ease to
Access এ যান।
তারপর Ease of Access Center এ ক্লিক
করুন।
তারপর Make the mouse easier to use এ
প্রবেশ করুন।
তারপর Turn on Mouse Keys এ ক্লিক করুন।
তারপর Setup Mouse Keys-এ ক্লিক করে Pointer speed-এর Top Speed থেকে Low এবং High-এর মাঝে প্রয়োজনমতো কারসর নড়ানোর সুবিধাজনক অবস্থান নির্ধারণ করে দিন।
এবার OK দিন। কিবোর্ডের নিউমেরিক কি-এর ৪চাপলে মাউস বাঁয়ে সরতে থাকবে। ৬ চাপলে ডানে, ৮
চাপলে ওপরে এবং ২ চাপলে কারসর নিচে যাবে।
আর বাম ক্লিকের জন্য নামপ্যাডের ৫ কি, ডান ক্লিকের জন্য+কি চাপতে হবে।
নতুন মাউস লাগানোর পর আগের নিয়মে পুনরায় গিয়ে- Turn on Mouse Keys-এ টিক তুলে দিয়ে ওকে করলে কিবোর্ড আর মাউসের মতো কাজ করবে না।
বি:দ্র:- মাউসের কারসরনপ্রয়োজনমতো সরাতে কম্পিউটারের কিবোর্ডের Num Lock চালু আছে কি না নিশ্চিত হয়ে নিন।
No comments:
Post a Comment