আগের পোস্টে হ্যাং নিয়ে আলোচনা করা হয়েছে এখন হ্যাং এর হাত থেকে বাচার উপায়?
হ্যাং যেসব কারণে হয়ে থাকে সেই কারণ
গুলো নজরে রাখলে আপনি হ্যাং এর হাত
থেকে সহজেই বাচতে পারবেন। যে কারণ
গুলো আমি ২ নম্বর
ধাপটিতে বর্ণনা করেছি সেগুলো।
যাইহোক,
আপনাদেরকে বিষয়টি আরো সহজ
করে দেওয়া যাক।
আপনার লোকাল ডিস্ক
সি ড্রাইভে অন্তত ৮ জিবির
উপরে খালি রাখুন। অপ্রয়োজনীয়
সফটওয়্যার ইনস্টল দেয়া থেকে বিরত
থাকুন।
ভারী সফটওয়্যার গুলোর কাজ যখন
করবেন তখন তা ইনস্টল দিবেন এবং কাজ
শেষে তা আবার আনইনস্টল বা রিমোভ
করে দিবেন।
একসাথে একাধিক প্রোগ্রাম ব্যবহার
করবেন না। পিসিকে সবসময় ক্লিন রাখুন।
পিসি ক্লিন রাখার জন্য যেকোন ক্লিনার
সফটওয়্যার ব্যাবহার করতে পারেন।
একটি নির্দিষ্ট সময় ব্যবহার করার পর
আপনার পিসিকে একবার রিস্টার্ট
দিয়ে নিন। বিশেষ করে প্রতি ২-৩
ঘন্টা পর পর।
প্রয়োজনে রেম ক্লিনার এবং রেম
অপটিমাইজার সফটওয়্যার ব্যবহার
করতে পারেন।
ইন্টার নেট ব্যবহার কারিরা ফায়ারওয়াল
ব্যবহার করতে পারেন।
এছাড়া একটি আপডেট করা এন্টিভাইরাস
সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
প্রতি তিনমাস অন্তর অন্তর একবার
হলেও উইন্ডোজ সেটআপ
মানে অপারেটিং সিস্টেম
পিসিতে দিয়ে নিন।
সর্বোপরি, পিসিকে যখন কোন কমান্ড
করবেন উক্ত কমান্ড এর জন্য
কিছুটা সময় অপেক্ষা করুন। যদি রেসপনস্
না পান তারপর পুনরায় কমান্ড করুন।
কিন্তু একসাথে অথবা একই সময়ে বার বার
কমান্ড করবেন না। কেননা অতিরিক্ত
কমান্ড হ্যাং হওয়ার মূল কারণ
হিসেবে গন্য করা হয়।
আমার এই লিখাগুলো যদি আপনাদের
সামান্যতম উপকারে আসে তাহলেই কেবল
আমি স্বার্থক হব।
No comments:
Post a Comment