Monday, October 20, 2014

ফিবোনাচ্চি ধারার ম্যাজিক

আপনারা ফিবোনাচ্চি ধারার কথা তো অনেকেই জানেন । এর অনেক মজার ফ্যাক্ট আছে । তাদের মাঝে একটি হলো মাইল থেকে কিলোমিটার এ রূপান্তর । আমরা জানি ১ মাইল = ১.৬১ কিলোমিটার । যদি বলি ৮ মাইল = কত কিলোমিটার ? উত্তর হলো ৮ * ১.৬১ = ১২.৮৮ কিলোমিটার । আর ফিবোনাচ্চি ধারাকে কাজে লাগাতে চাইলে আমরা উত্তর দিবো ৮ এর পরের ফিবোনাচ্চি সংখ্যা টি । এক্ষেত্রে ৮ এর পরের ফিবোনাচ্চি সংখ্যা ১৩ (১২.৮৮ এর কাছাকাছি) । আবার যদি বলি ৫ মাইল = কত কিলোমিটার ? উত্তর ৫ এর পরবর্তী ফিবোনাচ্চি সংখ্যা বা ৮ যাই হোক ৫, ৮ দুটোই আমাদের ফিবোনাচ্চি সংখ্যা ছিল । যদি বলি ১০ মাইল = কত কিলোমিটার ???? ১০ তো আর আমাদের ফিবোনাচ্চি লিস্ট এ নেই । সেক্ষেত্রে ১০ কে আমরা দুই বা ততোধিক ফিবোনাচ্চি সংখ্যার যোগফল আকারে লিখব । যেমন এক্ষেত্রে ১০ = ৮+২ (যত কম সংখ্যার যোগফল আকারে লেখা যায়, মান ততই নির্ভুল হবে) । তারপর বাকিটা সহজ.......... ৮ এর পরের ফিবোনাচ্চি সংখ্যা ১৩ এবং ২ এর পরের ফিবোনাচ্চি সংখ্যা ৩ । সুতরাং ১০ মাইল = (১৩ + ৩) কিলোমিটার বা ১৬ কিলোমিটার ও হ্যাঁ, ফিবোনাচ্চি ধারা সম্পর্কে যারা কিছুই জানেন না, তাদের জন্য । ফিবনাচ্চি ধারার প্রথম পদ ১, দ্বিতীয় পদ ১ এবং পরবর্তী প্রতিটি পদ পূর্ববর্তী ২ টি পদের যোগফল............... ধারাটি এরকম 1, 1, 2, 3, 5, 8, 13............... । সাথে থাকুন আরো মজার পোস্ট পেতে ।

No comments:

Post a Comment