Tuesday, October 21, 2014

অর্থনীতির ছাত্র আর প্রফেসার

একটা ছেলে রাস্তার মোড়ে দাড়িয়ে সিগারেট টানছে। এক লোক এসে তাকে বলল ভাই ম্যাচটা একটু দিবেন সিগারেট ধরাতাম। ছেলেটা নিজের সিগারেটটা লোকটার হাতে দিয়ে বলল- “এটা দিয়ে ধরান, আমি অর্থনীতির ছাত্র তো অপচয় পছন্দ করিনা”। লোকটা ছেলেটার সিগারেটটা নিয়ে ওটাই টানতে শুরু করলো। এটা দেখে ছেলেটা বলল- আরে আপনি আমারটাই টানা শুরু করলেন যে? লোকটা বলল- অপচয় আমিও পছন্দ করিনা, .
. .
. . .
. . .
. . .
. .
. .
. .
. .
. আমি অর্থনীতির প্রফেসার কিনা তাই।

No comments:

Post a Comment