Monday, October 20, 2014

পিসি/কম্পিউটার অন হতে সময় বেশি লাগলে দেখুন

আশা করি , আপনারা সবাই ভালো আছেন । আমাদের যাদের পিসি আছে তাদের অনেকের একটা সমস্যা হয় আর সেটা হল পিসি বুট হতে বেশি সময় নেয় । পিসির বুট সময় কমানোর অনেক উপায় আছে । আজকে একটা উপায় নিয়ে কিছু বলবো । যাদের পিসির প্রসেসর ডুয়েলকোর বা তার উপরে তারা চাইলে সামান্য একটু কাজ করে উইন্ডোজ এর বুট টাইম কমাতে পারেন। কি করে করবেন তা নিছে দিলাম । প্রথমে Run অপশন এ গিয়ে msconfig লিখে এন্টার প্রেস করুন। এরপর একটা উইন্ডো ওপেন হবে। এখনে Boot অপশন এ ক্লিক করুন। এখন Advanced Option এ ক্লিক করুন। দেখবেন নিছের ছবির মতো উইন্ডো ওপেন হবে এখনে দেখুন Number of processor নামে একটা অপশন আছে। এখনে আপনার প্রসেসর অনুজাই নাম্বার দিন । যদি ডুয়েল কোর হয় তাহলে ২ দিন এবং এর উপরে হলে ৩/৪ দিন । সবশেষে Ok করে বের হয়ে আসুন। আশা করি আপনার উইন্ডোজ এর বুট টাইম অনেক কমে যাবে।

No comments:

Post a Comment