Tuesday, October 21, 2014

আমাদের চোখ

মানুষের চোঁখ অত্যন্ত সংবেদনশীল একটি অঙ্গ, কোন বস্তুর উপর মাত্র তিনটি ফোটন আপতিত হলে বা তা থেকে নির্গত হলে আমাদের চোঁখ ওই বস্তুর অস্তিত্ব বুঝতে পারে, বিবর্তনের লম্বা পথ অতিক্রম করে আমাদের চোঁখ এই অবস্থায় এসেছে, যদি আমাদের পুর্বপুরুষরা নিশাচর হতেন কিংবা রাতে শিকার বা চলাচলে অভ্যস্ত হতেন তাহলে হয়তো মৃদু আলোতে হয়তো আমরা অভ্যস্ত হতাম কিন্তু দিনের বেলার দর্শনক্ষমতা কমে যাবার সম্ভাবনা থাকতো। বিবর্তনের ধারাবাহিক পথটি যদিও আমরা এখন প্রায় রুদ্ধ করে ফেলছি তবুও বিবর্তনের ধারাবাহিকতায় যদি আমাদের চোঁখের দৃষ্টিশক্তি তিনগুন বেড়ে যায় তাহলে আমরা খালি চোঁখেই কোয়ান্টাম প্রক্রিয়া দেখতে পাব ।

No comments:

Post a Comment