Tuesday, October 21, 2014

কাওকে কোনদিন ছোট ভাবতে নেই (বাস্তবতা)

একজন বিখ্যাত লেখক একবার বক্তৃতা দিয়ে আসছেন... পথে একজন তরুণের সাথে দেখা। ছেঁড়া ময়লা শার্ট, উস্কো খুসকো চুল- দেখে বোঝাই যায় তরুণ দরিদ্র ঘরের ছেলে। তরুণ এসে লেখককে প্রস্তাব দিলো,'জনাব আপনি কি দয়া করে আমাকে আপনার একদিনের রোজগার ধার দেবেন, বিনিময়ে আমি আপনাকে একদিন আমার এক বছরের রোজগার দেব... 'লেখক তাকে সাহায্যের নামে এমনি কিছু ডলার দিলেন। দিয়ে বললেন, 'না পারলে ফেরত দিতে হবে না' তরুণ ধন্যবাদ দিয়ে বলল,'আপনার এই উপকার আমি কোনদিন ভুলবো না' এভাবে অনেক দিন কেটে যায়। লেখক সেই তরুণের কথা ভুলে যায়... অনেক বছর পর হঠাৎ সেই তরুণের আবির্ভাব, সে তখন যুবক, লেখকের সেই মুহূর্তে অভাব চলছে। তরুণ এসে তাকে কয়েক হাজার ডলার দিয়ে বলল,'আপনি একদিন আমাকে আপনার একদিনের রোজগার দিয়ে হেল্প করেছিলেন, আজকে আমার সময় এসেছে- এই নিন আমার একদিনের রোজগার।' লোকটার একদিন এর রোজগার ছিল সেই লেখক মানুষটির এক বছর এর রোজগার.... লেখকের চোখে পানি চলে এল। এবং তিনি অদ্ভুত দৃষ্টিতে যুবক কে দেখতে লাগলেন। সেই যুবকের নাম ছিল চার্লি চ্যাপলিন!! গল্পটা লেখার কারন হল, কোন মানুষের দিনই সব সময় এক থাকে না। একারণে, কাউকে কোনদিন ঠকাতে, ছোট করতে বা অপমান করতে অথবা ফিরিয়ে দিতে নেই। ।

No comments:

Post a Comment