Friday, October 10, 2014

"বিল গেটস" এর কম খরচে মোবাইল ব্যাংকিং

বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর কাছে মোবাইল ব্যাংকিং-সুবিধা পৌঁছে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও মানবহিতৈষী বিল গেটস। এক প্রতিবেদনে ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার জানিয়েছে, মোবাইলের মাধ্যমে অর্থ লেনদেন (মোবাইল পেমেন্ট সিস্টেম) প্রক্রিয়াটিকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলতে চান বিল গেটস। দরিদ্র দেশগুলোর সাধারণ মানুষ যাতে তাঁদের ক্ষুদ্র পুঁজিও মোবাইল প্রযুক্তির মাধ্যমে কাজে লাগাতে পারেন, তা নিয়ে কাজ করতে চান তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্লুমবার্গ টেলিভিশনের উপস্থাপক এরিক সাচকার বিল গেটসের সাক্ষাৎকার নেন। মজার বিষয় হচ্ছে, মাইক্রোসফটের উইন্ডোজ ফোনে এখন পর্যন্ত মোবাইল পেমেন্ট প্রযুক্তি নেই। কিন্তু গুগলের গুগল ওয়ালেট এবং অ্যাপলের অ্যাপল পে পদ্ধতি রয়েছে। বিল গেটসকে এ বিষয়টি নিয়ে সাচকার জিজ্ঞাসা করেন যে, বিল গেটস কি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে মোবাইল পেমেন্ট প্রযুক্তি প্রকল্পে সাহায্যের জন্য বলবেন? বিল গেটস এই প্রশ্নের উত্তরে এক কথায়ই বলেন, ‘না’। তিনি বলেন, তিনি যে সাশ্রয়ী খরচের মোবাইল ব্যাংকিং প্রকল্প নিয়ে কাজ করছেন, অ্যাপল পে তার সমাধান দিতে পারবে না। এ বিষয়টি নিয়ে টিম কুককে সাহায্য করার কোনো প্রস্তাব দিয়েছেন কি না, এমন প্রশ্নেরও নেতিবাচক জবাব দেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস। এ প্রসঙ্গে গেটস বলেন, ‘এই পরিকল্পনার পেছনে এমন সাধারণ বিষয় রয়েছে যার সঙ্গে অ্যাপল পের মিল রয়েছে। অ্যাপল পে অর্থ লেনদেনের এমন একটি পদ্ধতি, যাতে কেবল যাঁরা অ্যাপল অ্যাকাউন্টে সাইনআপ করবেন, তাঁরাই সুবিধা পাবেন। যাঁরা খুব কম আয়ের মানুষ, তাঁদের জন্য খুব সাশ্রয়ী খরচে সেবা দেওয়া এবং তাঁদের দক্ষতা বাড়ানোর কোনো কার্যক্রমের সঙ্গে তাঁরা যুক্ত নেই। যখন অন্যান্য দেশেও অ্যাপল তাদের এই সেবা দেওয়া শুরু করবে এবং যাঁরা তাদের পণ্য কিনবেন, তাঁদের জন্য সেবা আনবে, তখন তাঁদের কাছ থেকেও সাহায্য পাওয়া যেতে পারে।’ অবশ্য অ্যাপল পে পদ্ধতিটিকে একেবারে বাজে বলে উড়িয়ে দেননি এই প্রযুক্তিবিদ। বিল গেটস অ্যাপল পে পদ্ধতিটির প্রশংসা করে বলেন, ‘চমৎকার’ একটি ধারণা এবং এই ক্ষেত্রে ‘সত্যিকারের একটি অবদান’। বিল গেটস বলেন, ‘সেল ফোন কীভাবে ব্যবহারকারীকে শনাক্ত করে খুব কম খরচে অর্থ লেনদেন করতে পারে তার একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে অ্যাপল পে। কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে কেনাকাটা করার ধারণাটি চমৎকার। এর অর্থ আমার আর কোনো ব্যাংক কার্ড সঙ্গে নিয়ে ঘোরার প্রয়োজন পড়ছে না।’ বিল গেটস বলেন, একদিন এমন দিন আসবে যখন উইন্ডোজ ফোনসহ সব মোবাইল ফোনেই মোবাইল পেমেন্ট পদ্ধতিটির ব্যবহার হবে আর এই সেবাটিকে জনপ্রিয় করার জন্য অ্যাপল ধন্যবাদ পাওয়ার যোগ্য।

No comments:

Post a Comment