Saturday, October 11, 2014

Brilliant ছাত্রী

একটু মনোযোগ দিয়ে জোকসটা পড়বেন। গার্লস স্কুলে এক পরীক্ষার হলে নতুন এক কমবয়সী শিক্ষক খুব কড়া গার্ড দিচ্ছেন। পুরো হল জুড়ে হাঁটাহাটি করছেন, যেন ছাত্রীরা দেখাদেখি করতে না পারে। সুপার ব্রিলিয়ান্ট ছাত্রী টুনটুনির এতে খুবই সমস্যা হচ্ছিল। কি করা যায়, কি করা যায়, ভাবতে ভাবতে তার মাথায় দারুণ একটা আইডিয়া এল। . . . . সে একটা কাগজে কি যেন লিখে স্যারকে দিল এবং স্যার সেটা পড়ে সোজা গিয়ে বসে পড়ল। . . . . তো, কি লেখা ছিল সেই কাগজে জানেন??? . . . . . . . . . . . লেখা ছিল "স্যার, আপনার প্যান্টের পেছন দিকটা ফাটা !!!"

No comments:

Post a Comment