Monday, October 20, 2014

বিপদে আপদে ফেসবুক (FacEBOoK)

সঙ্গে যুক্ত হওয়া বা নিজের অবস্থানের কথা জানানোর সুবিধা দিতে ফেসবুক চালু করেছে নতুন সেবা। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এ ওয়েবসাইট সম্প্রতি ‘সেফটি চেক’ নামের নতুন এ সুবিধা চালু করেছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা জরুরি সংকটের সময় মানুষ ফেসবুকে তাঁর বন্ধু কিংবা প্রিয়জনকে নিজের অবস্থান জানাতে পারে, সে জন্যই এমন ব্যবস্থা। বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন এ সুবিধাটির বিস্তারিত একটি বার্তায় তুলে ধরেন ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট নওমি গিলেট, পণ্য ব্যবস্থাপক শ্যারন জেং ও সফটওয়্যার প্রকৌশলী পিটার কোলেট। ফেসবুক কর্মকর্তাদের দাবি, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের জন্য একটি সাহায্যকারী টুল হিসেবেই চালু হয়ছে ‘সেফটি চেক’। এটি দুর্যোগের সময় পরিবার- পরিজনদের কাছে নিরাপদে থাকার তথ্যটি জানিয়ে দিতে পারবে নিজে যেমন জানাতে পারবেন, তেমনি অন্য বন্ধুরা নিরাপদে আছেন কি না, সে বিষয়গুলোও স্ট্যাটাস ও শেয়ার করা কোনো কমেন্টস থেকে জানতে পারবেন। ২০১১ সালে জাপানে ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই সময়ে কীভাবে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করে পরস্পরের খোঁজখবর রাখা হচ্ছিল, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নত এ টুলসে যুক্ত হয়েছে বেশ কিছু সুবিধাও। আর এ উদ্যোগে শুরুটা করেন ফেসবুকের জাপানি প্রকৌশলীরাই। তাঁরা পরস্পরের সঙ্গে সহজে যোগাযোগের জন্য ‘ডিজাস্টার মেসেজ বোর্ড’ তৈরি করেন। পরের বছর পরীক্ষামূলকভাবে একটি টুল চালুর পর তাতে অভূতপূর্ব সাড়া দেখা যায়। এরই নামকরণ হয়েছে সেফটি চেক। শিগগিরই এ টুলটি বিশ্বব্যাপী অ্যান্ড আইওএস, সাধারণ মোবাইল ফোন বা ডেস্কটপ কম্পিউটারের জন্য উন্মুক্ত করা হবে। প্রাকৃতিক দুর্যোগকালে ওই এলাকায় অবস্থানকালে এ সুবিধাটি যদি সক্রিয় করা হয়, তবে একটি ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারী নিরাপদ আছেন কি না, তা জানতে চাওয়া হবে। ব্যবহারকারী কোন স্থানে রয়েছেন, সেটা প্রোফাইলে দেওয়া তথ লোকেশন অথবা ইন্টারনেট ব্যবহারের স্থান অনুমান করে ফেসবুক নির্ধারণ করে দেওয়া হবে। এ ক্ষেত্রে নিরাপদ থাকলে ‘আই অ্যাম সেফ’ নির্ধারণ করে দিলে তা একটি নোটিফি ও নিউজ ফিড স্টোরি হিসেবে দেখাবে। ফেসবুকের বন্ধুরাও নিরাপদ থাকার বিষয়টিও নির্ধারণ করতে পারবেন।

No comments:

Post a Comment