Thursday, October 9, 2014

FireWall কি জেনে নিন

FIREWALL বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটার কে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মিলিত প্রয়াস। ফায়ারওয়াল এর সবচেয়ে বহুল ব্যবহার লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে। তথ্য নিরাপত্তা রক্ষাও এর কাজের অংশ। ফায়ার ওয়াল হল এক বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা জাতে এক নেটওয়ারক থেকে আরেক নেটওয়ারকে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। দুই নেটওয়ারকের মাঝে এই ফায়ারওয়াল থাকে। যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটোয়ারকে কোনো ডাটা পরিবাহিত হলে সেটিকে অবশ্যয় ফায়ারওয়াল অতিক্রম কোরতে হয়। ফায়ারওয়াল তার নিওন অনুসারে সেই ডাটা নীরিক্ষা করে দেখে এবং যদি দেখে জে সে ডাটা ওই গন্তব্যে জাওয়ার অনুমতি আছে তাহলে সেটিকে জেতে দেয়। আর তা না হলে সেটিকে ওখানে আটকে রাখে বা পরিত্যাগ করে। vccvসিস্কো রাউটারেই এখন বিল্ট -ইন সিস্কো ios ফায়ারওয়াল পাওয়া যায়। উদাহরণঃ আনকমপ্লিকেটেড ফায়ারওয়াল আনকমপ্লিকেটেড ফায়ারওয়াল গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (জিইউএফডব্লিউ) হল আনকমপ্লিকেটেড ফায়ারওয়াল এর একটি গ্রাফিকাল ইউজার ইনটারফেস। উবুন্টু অপারেটিং সিস্টেম-এ ব্যবহার করার উদ্দেশ্যে এটি তৈরী করা হয়েছে। জিইউএফডব্লিউ এর মাধ্যমে উবুন্টুতে খুব সহজেই ফায়ারওয়াল ব্যবস্থাপনার কাজ করা যায়। পিটুপি কানেকশন, নির্ধারিত পোর্ট ব্লক করার মত সাধারণ কাজগুলির করার সুবিধা রয়েছে এখানে। জিইউএফডব্লিউ একটি ইউএফডব্লিউ ভিত্তিক প্রোগ্রাম যা মূলত উবুন্টু ব্যবহার করার উদ্দেশ্যে তৈরী করা হয়েছে। তবে পাইথন, জিটিকে এবং জিইউএফডব্লিউ রয়েছে এমন অ্যান্য প্লাটফর্মেও এটি ব্যবহার করা যাবে।

No comments:

Post a Comment