Thursday, October 9, 2014

আপনার ওয়েবসাইটের পোস্ট Google এ শেয়ার করুন নিজে নিজে

আজ একটা গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হলাম। আপনি পোস্ট PUBLISH করার সাথে সাথে গুগল index করে না... তাই এই কাজ আপনি নিজেই করুন। প্রথমে Webmaster tools Home page এ যান, তারপর আপনার ওয়েবসাইট সিলেক্ট করুন, তারপর বাম পাশ থেকে >CRAWL সিলেক্ট করে FETCH AS GOOGLE এ ক্লিক করুন। তারপর ওইখানে আপনার পোস্ট এর লিঙ্ক পেস্ট করে Fetch এ ক্লিক করুন। তারপর Submit to Index. এ ক্লিক করুন। তারপর crawl only this URL সিলেক্ট করুন। কাজ শেষ আজ এইখানেই শেষ...

No comments:

Post a Comment