•• আপনাদেরকে আমার ছোট্ট সাইটে স্বাগতম । আশা করি সাইটের পোস্ট গুলো ভালো লাগবে ••
সাথে থাকুন ..!.. ভালো থাকুন ('-')
Tuesday, October 21, 2014
Android এর ইনস্টল করা APPs ব্যাকআপ করুন সহজেই
আশা করি সকশে ভালো আছেন । আপনারা নিশ্চয়ই জানেন যে জনপ্রিয়তার পাল্লা দিন দিন ভারী করেই চলেছে লিনাক্সভিত্তিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য তৈরি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। প্রাযুক্তিক পণ্যের পুরোনো সমীকরণ অনুযায়ী ধীরে ধীরে এই স্মার্টফোন-ট্যাবলেটগুলোও সাধারণের ক্রয়সাধ্যেরআরও নিকটে আসছে, তাই আগামী কিছুদিন এটি শীর্ষস্থান দখল করে রাখছে এটা বলা নিষ্প্রয়োজন। নানা ফিচারে সাজানো এই অ্যান্ড্রয়েড এরই কিছু টিপস এবং ট্রিক্স নিয়েই লিখব বলে মনস্থির করলাম। শুরুতেই গুরুত্বের বিচার করে যেটা প্রথমে মাথায় আসল সেটাই লিখছি।
অনেক সময় নানা কারণেই, আপনার পিসি-ল্যাপটপ ইত্যাদি রিইন্সটল/ফরম্যাট করতে হয়। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করলেও এটি একেবারে নিশ্চিত যে, কখনো না কখনো আপনাকে (হয়তো!) ‘সিস্টেম রিস্টোর’ করতেই হবে। অন্তত আমার ক্ষেত্রে দিন পনের হতে না হতেই কয়েকবার দিতে হয়েছিল। তাই ব্যাকআপ নিয়ে রাখাটা অত্যন্ত জরুরী। আপনি চাইলেই আপনার ইন্সটল করা সফটওয়্যার/অ্যাপ্লিকেশনগুলোকে.apk ফাইলআকারে ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। এতে করে সুবিধা হবে কি, শুধু একবারই না- এই সফটওয়্যার/অ্যাপ্লিকেশন গুলো একাধিকবার ব্যবহার করতে এবং এসডি কার্ডে সংরক্ষণ করে রাখতে পারবেন। চাইলে পোর্টেবল ফাইলের মত কাউকে দিতে কিংবা শেয়ারও করতে পারবেন। না করলে অপারেটর বারবার ইন্টারনেট ডাটা চার্জ দিয়ে আপনাকে/অন্যজনকে প্রত্যেকবারই এগুলো সংগ্রহ করে নিতে হবে। নিচে আমার ফোনেরই কিছু স্ক্রিনশট দিয়ে পুরো প্রক্রিয়াটা কিভাবে করবেন তুলে ধরলাম।
আমার ব্যাকআপ নেওয়া অ্যাপ্লিকেশনের একাংশ
১.প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের ‘মার্কেট’ অ্যাপ্লিকেশন দিয়ে আন্ড্রয়েড মার্কেটে প্রবেশ করুন। পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট ডাটা ইউসেজ ক্যাপাবিলিটি যেন থাকে সেদিকে লক্ষ্য রাখুন অর্থাৎ সোজা বাংলায় যথেষ্ট এমবি(৪-৫) নিয়ে ঢুকবেন। সার্চ অপশন থেকে ‘File Expert’ কীওয়ার্ড দিয়ে সার্চ করুন।
'File Expert' এর খোঁজ করুন
২.সার্চ রেজাল্টের শুরুতেই পেয়ে যাবেন এই নামের অ্যাপ্লিকেশনটি।
File Expert
৩.ইন্সটল করা শেষে অ্যাপ্লিকেশনটি চালু করুন। নিচের মত দেখতে ইউজার ইন্টারফেস দেখতে পাবেন।
File Expert UI
৪.My Apps- এ ক্লিক করে আপনার যে যে অ্যাপ্লিকেশন ব্যাকআপ বা.apk ফাইল হিসেবে দরকার সেগুলো নির্বাচন করে নিন। নির্বাচন করা শেষে নিচের দিকে ব্যাকয়াপ-এ ক্লিক করুন। প্রক্রিয়াটা দেখতে পাবেন।
Backup Process
৫.শেষ হয়ে গেলে- নিচের মত একটি বার্তা দেখতে পাবেন। এসডি কার্ডের কোন ডিরেক্টরিতে আপনার ব্যাকআপ ফাইলগুলো জমা হয়েছে এগুলো দেখতে পাবেন।
Confirmation of Backup Process
এবার আপনার ফাইল ম্যানেজার থেকে দেখে নিশ্চিত হয়ে নিন। এভাবেই, আপনি ইন্সটল করে ফেলা অ্যাপ্লিকেশনের ব্যাকআপ নিতে পারবেন খুব সহজেই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment